Link to home pageLanguagesLink to all Bible versions on this site
7
1 হে রাজদুহিতা! পাদুকা পরিহিত
তোমার দুটি চরণ কী মনোহর!
তোমার রম্য ঊরুদ্বয় রত্ন সদৃশ,
যেন এক দক্ষ কারিগরের উত্তম শিল্পসৌকর্য।
2 তোমার নাভিদেশ সুডৌল পানপাত্রের মতো,
যার মিশ্রিত সুরা কখনও ফুরায় না।
তোমার কটিদেশ
যেন লিলি ফুলে ঘেরা স্বর্ণ নির্মিত গমের স্তূপ।
3 তোমার দুটি স্তন যেন দুটি হরিণশাবক,
যেন গজলা হরিণীর যমজ শাবক।
4 তোমার গলা হাতির দাঁতের নির্মিত মিনার।
তোমার দুই নয়ন বৎ-রব্বীম দ্বারের
পাশে অবস্থিত হিষ্‌বোনের সরোবরগুলির মতো।
তোমার নাক
যেন দামাস্কাসের দিকে চেয়ে থাকা লেবাননের মিনার।
5 তোমার মস্তক যেন কর্মিল পাহাড়ের মুকুট।
তোমার কেশরাশি যেন জমকালো নকশা খচিত রাজকীয় পর্দা,
যে অসামান্য অলকগুচ্ছে রাজাও বন্দি হয়ে যান।
6 হে মোর প্রেম, তুমি কত সুন্দর এবং
তোমার মাধুর্যের কারণে কী মনোহর তোমার ব্যক্তিত্ব!
7 তোমার দীর্ঘাঙ্গী চেহারা খেজুর গাছের মতো
আর তোমার দুটি স্তন একগুচ্ছ ফলের মতো।
8 আমি বললাম, “আমি এই খেজুর গাছে আরোহণ করব;
এর ফল আমি শক্ত হাতে অধিকার করব।”
তোমার স্তনদ্বয় হয়ে
উঠুক দ্রাক্ষাগুচ্ছস্বরূপ,
তোমার নিঃশ্বাস ভরে উঠুক আপেলের গন্ধে,
9 আর তোমার মুখ হয়ে উঠুক উৎকৃষ্ট সুরাসম।
প্রেমিকা
এই সুরা কেবলমাত্র আমার প্রেমিকের কাছে পৌঁছাক,
যা তাঁর দন্তশ্রেণী ও ওষ্ঠাধর
বেয়ে ধীরে প্রবাহিত হবে।
10 আমি কেবলমাত্র আমার প্রেমিকের
এবং আমার প্রতি তিনি আসক্ত।
11 ওগো মোর প্রেমিক, এসো, আমরা পল্লীগ্রামের দিকে যাই,
চলো আমরা গ্রামদেশে গিয়ে নিশিযাপন করি।
12 ভোরবেলা চলো আমরা দ্রাক্ষাক্ষেত্রে যাই,
দেখি দ্রাক্ষালতায় কুঁড়ি এল কি না,
তা মঞ্জরিত হল কি না,
আর ডালিম গাছে ফুল ফুটল কি না—ওখানেই
আমি তোমায় আমার প্রেম নিবেদন করব।
13 চারপাশে এখন দূদাফলের সৌরভ,
আর আমাদের দোরগোড়াতেই আছে
নতুন ও পুরোনো বিভিন্ন উপাদেয় খাদ্যদ্রব্য,
হে প্রিয়, যেগুলি আমি তোমার জন্য সংরক্ষণ করেছি।
 

<- পরমগীত 6পরমগীত 8 ->