18 তবুও সদাপ্রভু তোমাদের প্রতি দয়া প্রদর্শনের প্রতীক্ষায় আছেন,
তোমাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য তিনি উত্থিত হয়েছেন।
কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণ ঈশ্বর,
ধন্য তারা সবাই যারা তাঁর অপেক্ষায় থাকে!
19 জেরুশালেমে বসবাসকারী, ওহে সিয়োনের লোকেরা, তোমরা আর কাঁদবে না। তোমরা সাহায্যের জন্য কাঁদলে তিনি কত না করুণাবিষ্ট হবেন! শোনামাত্র তিনি তোমাদের উত্তর দেবেন। 20 প্রভু যদিও তোমাদের বিপক্ষতার খাবার ও কষ্টের জল দেন, তোমাদের শিক্ষকেরা আর গুপ্ত রইবেন না; তোমরা স্বচক্ষে তাদের দেখতে পাবে। 21 ডানদিকে বা বাঁদিকে, তোমরা যেদিকেই ফেরো, তোমাদের পিছন দিক থেকে তোমরা একটি কণ্ঠস্বর শুনতে পাবে, “এই হল পথ; তোমরা এই পথেই চলো।” 22 তখন তোমরা রুপোয় মোড়ানো তোমাদের প্রতিমাগুলি ও সোনায় মোড়ানো তোমাদের মূর্তিগুলিকে অশুচি করবে; তোমরা সেগুলি ঋতুমতী নারীর বস্ত্রখণ্ডের মতো ফেলে দিয়ে বলবে, “তোমরা দূর হও!”
23 তোমরা মাটিতে যে বীজবপন করবে, সেগুলির জন্য তিনি বৃষ্টিও প্রেরণ করবেন। জমি থেকে যে ফসল আসবে, তা হবে পুষ্ট ও প্রাচুর্যপূর্ণ। সেদিন তোমাদের পশুপাল প্রশস্ত চারণভূমিতে চরে বেড়াবে। 24 যে সমস্ত বলদ ও গর্দভগুলি জমিতে কাজ করে, তারা কাঁটা ও বেলচা দ্বারা ছড়ানো জাব ও ভূষি খাবে। 25 মহা হত্যালীলার দিনে, যখন মিনারগুলি পতিত হবে, প্রত্যেক উঁচু পর্বতের উপরে ও উঁচু পাহাড়ের উপরে জলের স্রোত প্রবাহিত হবে। 26 যখন সদাপ্রভু তাঁর প্রজাদের ক্ষতসকল বেঁধে দেবেন এবং তাঁর দেওয়া যন্ত্রণাগুলি নিরাময় করবেন, তখন চাঁদ সূর্যের মতো দীপ্তি দেবে এবং সূর্যরশ্মি সাতগুণ বেশি উজ্জ্বল হবে, অর্থাৎ সাত দিনের সম্মিলিত দীপ্তির মতো হবে।
27 দেখো, সদাপ্রভুর নাম বহুদূর থেকে ভেসে আসছে,
তা আসছে প্রজ্বলিত ক্রোধ ও ধোঁয়ার ঘন মেঘের সঙ্গে;
তাঁর ওষ্ঠাধর রোষে পূর্ণ এবং
তাঁর জিভ যেন গ্রাসকারী আগুন।
28 তাঁর শ্বাসবায়ু যেন প্রবল বেগে প্রবাহিত স্রোতোধারা,
যা গলা পর্যন্ত উঠে যায়।
ধ্বংস করার জন্য জাতিগুলিকে তিনি চালুনি দিয়ে ছেঁকে নেবেন;
তিনি বিভিন্ন জাতির চোয়ালে বলগা দেবেন,
যা তাদের বিপথে চালিত করবে।
29 আর তোমরা তখন গান গাইবে
যেমন কোনো পবিত্র উৎসব উদ্যাপনের সময় তোমরা করে থাকো;
তোমাদের হৃদয় উল্লসিত হবে,
যেমন লোকেরা যখন বাঁশি বাজিয়ে উঠে যাবে
সদাপ্রভুর পর্বতে,
ইস্রায়েলের শৈলের কাছে।
30 সদাপ্রভু লোকেদের তাঁর রাজকীয় মহিমার স্বর শোনাবেন
তারা দেখবে তাঁর বাহু নেমে আসছে
প্রচণ্ড ক্রোধ ও সর্বগ্রাসী আগুনের সঙ্গে,
মেঘগর্জন, বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে।
31 সদাপ্রভুর স্বর আসিরিয়াকে ছিন্নভিন্ন করবে;
তাঁর রাজদণ্ড দিয়ে তিনি তাদের আঘাত করবেন।
32 তাঁর শাস্তির দণ্ড দিয়ে সদাপ্রভু
যে প্রতিটি আঘাত তাদের করবেন,
তা হবে খঞ্জনি ও বীণার ধ্বনির সঙ্গে,
যখন তিনি রণভূমিতে তাঁর হাতের আঘাতে তাদের সঙ্গে যুদ্ধ করবেন।